সারাদেশে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবনে দূর্যোগের প্রভাব !
আলমগীর কবীর:
শীত মৌসমের শেষের দিকে মাঘের শুরু থেকে তীব্র শীত সাথে তাপমাত্রার নামল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।রাজধানীও ঢেকে যায় ঘন কুয়াশায় চাঁদরে।সারা দেশে অনুভূত হচ্ছে কনকনে শীত।সড়ক মহাসড়কে দূরপাল্লার পন্য পরিবহন ও যাত্রীবাহী গাড়ীগুলো চলছে ধীরগতিতে।শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি রেকর্ড করা হয়।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ২৮ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবার রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি রেকর্ড করা হয়।সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।